শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
জাপানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর জাপান টাইমসের।
প্রতীকী ছবি
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, রোববার (১১ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে হোক্কাইডো দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। তবে ভূমিকম্পের পর প্রাথমিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের উরাকাওয়া শহরের উপকূলে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার গভীরে।
জাপানের জাতীয় সম্প্রচারকারী এনএইচকে জানায়, ক্ষয়ক্ষতি বা আঘাতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। এছাড়া ওই এলাকায় পারমাণবিক স্থাপনা থেকে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছেন দেশটির পারমাণবিক নিয়ন্ত্রকরা।
এর আগে ২৬ মে জাপানের রাজধানী টোকিওর পূর্ব উপকূলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের চিবা অঞ্চলের কাছে প্রশান্ত মহাসাগরে ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ভূমিকম্পের কারণে টোকিরও সুউচ্চ ভবনগুলো কেঁপে ওঠে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে । রোববার ( ১১ জুন) রাত আড়াইটার দিকে ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে শহরটিতে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় রাত আড়াইটার দিকে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনবহুল শহর জোহানেসবার্গেও ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মাটির প্রায় ১০ কিলোমিটার নীচে।
আরও পড়ুন: জাপানের টোকিও বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ
ভূমিকম্পে গৌতেং প্রদেশের বৃহত্তম শহর এবং বাণিজ্যিক কেন্দ্র জোহানেসবার্গের ভবনগুলো কেঁপে ওঠে। শহরটির বাসিন্দারা ভূমিকম্পের কম্পন অনুভূব করেছেন। তাদের মধ্যে অনেকেই সামজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্পের ফলে ফাটল ধরা দেয়ালের ছবি পোস্ট করেছেন।
Tag: English News lid news others world

No comments: