রাজকীয় অতিথি হিসেবে হজে গেলেন রাষ্ট্রপতি
সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
হজের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: পিআইডি
শুক্রবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি ৩৩১ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও তার সঙ্গে হজ পালন করবেন।
বিমানবন্দরের রাষ্ট্রপতিকে বিদায় জানাতে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত, তিন বাহিনী প্রধান, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সৌদি আরবে পৌঁছেছেন ১০ লাখের বেশি হজযাত্রী
এর আগে বুধবার (২১ জুন) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে জানান, রাষ্ট্রপতি শুক্রবার বিকেলে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। দুপুর আড়াইটায় রওনা হয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জেদ্দায় পৌঁছাবেন তিনি। সেখানে অবস্থানের সময় মো. সাহাবুদ্দিন আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন। হজের যাবতীয় প্রক্রিয়া শেষে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য মদিনা যাবেন।
সৌদি আরবে ১০ দিনের সফর শেষে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে আগামী ৩ জুলাই রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
Tag: English News lid news politics

No comments: