আগ্নেয়গিরির অগ্নুৎপাত: ফিলিপিন্সে ঘরছাড়া ১৩ হাজার বাসিন্দা
ভয়াবহ রূপ নিয়েছে ফিলিপিন্সের আলবে প্রদেশের মেয়নের আগ্নেয়গিরির অগ্নুৎপাত। দুর্ঘটনা এড়াতে সোমবার (১২জুন) অঞ্চলটির অন্তত ১৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (৯জুন) থেকে লাভা উদগিরণ শুরু করেছে ফিলিপিন্সের মেয়ন আগ্নেয়গিরি। দিন দিন এই অগ্নুৎপাত আরও বেশি আগ্রাসী হয়ে উঠছে।
তিন দিন পরও লাভা উদগিরণ অব্যাহত থাকায় ১৩ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। পরিস্থিতি খারাপ হলে আগামীতে আরও অনেক বাসিন্দাকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ।
বর্তমানে আগ্নেয়গিরিটির অগ্নুৎপাত মাঝারি অবস্থায় রয়েছে। এ পরিস্থিতি বিস্ফোরণের পূর্বাভাস বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: লাভা উদগিরণ শুরু করেছে হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরি
এদিকে, যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কিলাউয়া আগ্নেয়গিরির লাভা উদগিরণ অব্যাহত রয়েছে। রোববার (১১জুন) এক ভিডিও ফুটেজে দেখা যায়, বিভিন্ন জায়গায় এখনো অগ্নুৎপাত হচ্ছে। তবে লাভা উদগিরণের মাত্রা কমতে শুরু করায় বিধিনিষেধ তুলে নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া যেকোনো দুর্ঘটনা এড়াতে পর্যটকদের নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তিনমাস পর গেল বুধবার হঠাৎ হাওয়াই অঙ্গরাজ্যের কিলাউয়া আগ্নেয়গিরিতে লাভা উদগিরণ শুরু হয়। এরপরপরই এলাকাজুড়ে সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন।
Tag: English News others world
No comments: