ফোনকলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে তিরস্কার করলেন চীনের শিন গ্যাং
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে তিরস্কার করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী শিন গ্যাং। চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো এবং নিরাপত্তা হুমকির মুখে ফেলার অভিযোগ এনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে তিরস্কার করেন শিন গ্যাং। এ সময় তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রতি চীনের নিরাপত্তার জন্য হুমকি এমন কাজ থেকে যুক্তরাষ্ট্রকে বিরত রাখার আহ্বান জানান।
অ্যান্টনি ব্লিঙ্কেন ও শিন গ্যাং। ছবি: সিএনএন
বুধবার (১৪ জুন) অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে টেলিফোনে আলাপকালে শিন গ্যাং এ আহ্বান জানান।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক ঠিক রাখতে শিন গ্যাঙ চীনের মূল উদ্বেগ যেমন তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নাক না গলাতে অনুরোধ করেছেন।
মার্কিন পররাষ্ট্র দফতার এক বিবৃতিতে চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই কূটনীতিকের ফোনকলের সারসংক্ষেপ প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ব্লিঙ্কেন দুই দেশের মধ্যে যেকোনো ধরনের ভুল বোঝাবুঝি এবং সংঘাত এড়াতে নিয়মিত যোগাযোগের প্রতি জোর দিয়েছেন। পাশাপাশি দুই দেশের মধ্যে আরও আরও সহযোগিতার খাত বাড়ানোর বিষয়েও জোর আরোপ করেছেন।
আরও পড়ুন: ফিলিস্তিন সংকট সমাধানে ‘চীনা প্রজ্ঞা’ ব্যবহারের প্রস্তাব শিন গ্যাংয়ের
এদিকে, খুব শিগগরিই চীন সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের। যদি ব্লিঙ্কেন বেইজিং সফরে যান তবে তা হবে বিগত পাঁচ বছরের মধ্যে শীর্ষ কোনো মার্কিন নেতার প্রথম চীন সফর। সম্প্রতি দুই দেশ কিউবায় গুপ্তচর ঘাঁটি খোলা থেকে শুরু করে সেমিকন্ডাক্টর শিল্পের বাণিজ্য নিয়ে বড় ধরনে আর্থিক লড়াইয়ের মধ্যে রয়েছে।
চীন সরকার এখনো ব্লিঙ্কেনের বেইজিং সফরের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। তবে গত শুক্রবার (৯ জুন) মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, আগামী ১৮ জুন বেইজিং সফরে যেতে পারেন। তারা এর পর আর কোনো তথ্য প্রকাশ করেনি ব্লিঙ্কেনের চীন সফরের বিষয়ে।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্লিঙ্কেনের চীন সফরের কথা থাকলেও সে সময় তিনি সফর বাতিল করেছিলেন। চীনা বেলুন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় ঢুকে পড়ার ঘটনাকে কেন্দ্র করে ব্লিঙ্কেন তার সফর বাতিল করেছিলেন।
Tag: English News others world
No comments: