তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগে ইতিহাস সৃষ্টি এরদোয়ানের
তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগে ইতিহাস সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। হাফিজে গায়ে এরকান নামে এক নারীকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নিয়োগ দিয়েছেন তিনি। এর মধ্যদিয়ে প্রথম কোনো নারী তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব দিতে যাচ্ছেন।
হাফিজে গায়ে এরকান। ছবি: সংগৃহীত
৪১ বছর বয়সী এরকান যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকের সাবেক কর্মকর্তা। শুক্রবার (৯ জুন) সরকারিভাবে তার নাম ঘোষণা করা হয়। সাবেক গভর্নর সাহাপ কাভসিওগলুর স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ পদে এ ধরনের নিয়োগকে বিশেষ ইঙ্গিত বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে, এরদোয়ানের প্রশাসন যে অর্থনৈতিক কর্মকাণ্ডে পশ্চিমা নীতি গ্রহণে নমনীয় আচরণ করবে এটা তারই ইঙ্গিত।
আরও পড়ুন: এরদোয়ানের নতুন মন্ত্রিসভা ঘোষণা
হাফিজে গায়ে এরকান যুক্তরাষ্ট্রের সান-ফ্রান্সিসকোভিত্তিক ফার্স্ট রিপাবলিক ব্যাংকের সাবেক কো-চিফ এক্সিকিউটিভ অফিসার। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। এবার তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দেশটির সংকটপীড়িত অর্থনীতি সামলাতে যাচ্ছেন।
এর আগে গত সপ্তাহে যুক্তরাজ্যে পড়াশোনা করা মেহমেত সিসমেককে ফাইন্যান্স অ্যান্ড ট্রেজারি মন্ত্রণালয়ের নেতৃত্বে পুনর্নিয়োগ দেন এরদোয়ান। এবার এরকানকে অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের পদগুলোর একটিতে নিয়োগ দেয়ায় তা বিশেষ পরিকল্পনার অংশ বলে আলোচনা উঠেছে।
আরও পড়ুন: এরদোয়ানের ছবিতে হিটলারের গোঁফ আঁকায় কিশোরের জেল
তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ক্ষমতায় বসেছেন এরদোয়ান। এদিকে তার দেশে গত কয়েক বছর ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, সাম্প্রতিক ভূমিকম্পে হতাহতদের পুনর্বাসন, কুর্দি-সিরিয়া ইস্যুসহ বিভিন্ন সমস্যা প্রকট হয়ে উঠছে। অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করে জনগণের সমর্থন ধরে রাখাই এরদোয়ানের জন্য বড় চ্যালেঞ্জ।
No comments: