গ্রীষ্মের শুরুতেই ইতালির ১৪ শহরে রেড অ্যালার্ট জারি
ইতালিতে শুরু হয়েছে গ্রীষ্মকাল। ২১ জুন থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মে ইতালি ও ইউরোপজুড়ে তীব্র খরা ও তাপদাহ দেখা দিতে পারে- এমন হুঁশিয়িারি দিয়েছে ইতালির বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। শুধু তাই নয়, ইতালির অন্তত ১৪টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
ইতালিতে চলতি গ্রীষ্মকাল মানুষ চরম ভোগান্তির হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (২২ জুন) শহরগুলোতে জরুরি সতর্কতা জারি করে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। শহরগুলো হলো যথাক্রমে রাজধানী রোম, ফ্লোরেন্স, বলোনিয়া, আনকোনা, ব্রেসিয়া, ফরোসিয়নে, ল্যাতিনা, রিয়েতি, ত্রিয়েসতে, ভেরনা, পারুজিয়া, বুলজানো, কাম্পুবাচ্ছ ও সার্দিনিয়া।
এসব অঞ্চলে ৩৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে জানায় ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন তাপমাত্রার সময় সকাল ১১ থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে বিনা কারণে ঘর থেকে বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: চার হাজার বছর ধরে যে আগুন জ্বলছে
ইতালিতে চলতি গ্রীষ্মকাল চরম ভোগান্তির হবে বলে সতর্ক করেছে ইউরোপের জলবায়ু গবেষণা ও তথ্য ইনিস্টিটিউড। তীব্র খরা আর তাপদাহে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হবে বলেও সতর্ক করা হয়েছে।
এজন্য পূর্বপ্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দেয়া হচ্ছে। আর সবাইকে এসব সতর্কতা অবলম্বন করার আহবান জানান প্রবাসী বাংলাদেশিরা।
গত বছর গ্রীষ্মে দাবদাহের কারণে ইউরোপজুড়ে প্রায় ১৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। দাবানল ছড়িয়েছিল ইতালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও স্লোভেনিয়াসহ বেশ কয়েকটি দেশে।
আরও পড়ুন: প্যারিস এয়ার শোতে সর্বাধুনিক মডেলের আকাশযান, চলছে বেচাকেনাও
এছাড়া চলতি বছরের শুরুতে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশের সুপেয় পানির স্তর স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে। খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে ইউরোপজুড়ে। ইতালির কৃষি ও পশুসম্পদ প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ গত ১৮ মাসে প্রায় ৭ হাজার পাঁচশ মিলিয়ন ইউরোর বেশি।
Tag: English News others world
No comments: