Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » হাইতিতে ভয়াবহ বন্যা, মৃত্যু ৪২




হাইতিতে প্রবল বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত ১১ জন নিখোঁজ রয়েছে। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে। রাজধানী পোরট-অ-প্রিন্সে ঘরের মধ্যে ঢুকে পড়েছে বন্যার পানি। ছবি: আল জাজিরা আল জাজিরার প্রতিবেদন মতে, ক্যারিবীয় দ্বীপদেশটিতে গত কয়েকদিন প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে। এর ফলে বহু এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও নদীর তীর উপচিয়ে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। সোমবার (৫ জুন) হাইতি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১৩ হাজার ৩০০ বাড়ি ভেঙে গেছে। এছাড়া অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। খবরে বলা হয়েছে, বন্যার কারণে রাজধানী পোর্ট-ও-প্রিন্স ও পার্শ্ববর্তী অঞ্চলগুলো পানিতে ডুবে গেছে। রাস্তাগুলো নদীর রূপ ধারণ করেছে। এতে শহরের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বন্যার পানির তোড়ে বহু গাড়ি ভেসে গেছে। আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ১৩, অপহৃত ৯ হাইতি এরই মধ্যে নানা সংকটে নিমজ্জিত। লুটেরা বাহিনীর সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি অর্থনৈতিক মন্দায় হিমশিম খাচ্ছে দেশটি। তার মধ্যে নতুন করে ভয়াবহ দুর্যোগ হিসেবে হাজির হলো বন্যা। খবরে আরও বলা হয়, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে গত শনিবার (৩ জুন) থেকে নদীগুলো উপচে পড়তে শুরু করে। এর ফলে দেশের ১০টি বিভাগের মধ্যে অন্তত ৫টি বিভাগে মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়। রোববারও (৪ জুন) সরকারের পক্ষ থেকে মৃত্যু সংখ্যা ১৫ জন বলে জানানো হয়। কিন্তু একদিনের ব্যবধানে তা ৪২-এ পৌঁছেছে। এছাড়া আরও অন্তত ৮৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে নাগরিক সুরক্ষা বিষয়ক সিভিল প্রোটেকশন এজেন্সি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply