ইউক্রেনে মার্কিন যান ধ্বংসের দাবি রাশিয়ার
ইউক্রেনে জার্মানির তৈরি অন্তত ৭টি লেপার্ড ট্যাংক এবং যুক্তরাষ্ট্রের তৈরি ৫টি ব্র্যাডলি যান ধ্বংসের দাবি করেছে রাশিয়া। খবর রয়টার্সের।
Advertisement
রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের পালটা আক্রমণ প্রতিহত করার সময় দুই দিনে পশ্চিমাদের দেওয়া এসব অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শনিবার স্বীকার করেছেন, তার সামরিক বাহিনী ‘পালটা আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক অভিযানে’ নিয়োজিত ছিল।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনীয়দের প্রথম আক্রমণ প্রতিহত করেছে। পরে লেপার্ড ট্যাংক ও ব্র্যাডলি ভেহিকেল ধ্বংস করার দাবি করে মস্কো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তিনটি প্রধান দিক থেকে এক ডজনেরও বেশি ইউক্রেনের আক্রমণ প্রতিহত করেছে এবং জাপোরিঝঝিয়া অঞ্চলে ১২৮তম মাউন্টেন অ্যাসল্ট ব্রিগেডের সাঁজোয়া যানের সারি ধ্বংস করে দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এ প্রতিবেদনগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।
Tag: English News lid news others world

No comments: