মিনায় পৌঁছেছেন ২০ লাখের বেশি মুসল্লি
পবিত্র হজ পালন করতে তপ্ত আবহাওয়া উপেক্ষা করে ২০ লাখের বেশি মুসল্লি মিনায় পৌঁছেছেন।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, এবার ১শ’ ৬০ দেশের ২৫ লাখের বেশি মুসল্লি হজ পালন করবেন। মুসল্লিদের প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হচ্ছে। হজযাত্রীরা নিজ নিজ তাঁবুতে নামাজ আদায়সহ অন্যান্য ইবাদত করবেন। কাল মঙ্গলবার ফজরের নামাজ আদায় করে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন এবং সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। এরপর প্রায় আট কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ ফজরের নামাজ আদায় করে জামারায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন মসুল্লিরা। পরে মক্কায় ফিরে তাওয়াফ, সায়ি ও মাথা মুন্ডনের পরই শেষ তবে হজের আনুষ্ঠানিকতা।
Tag: English News lid news others world

No comments: