মানের জোড়া গোল, সেনেগালের কাছে বিধ্বস্ত ব্রাজিল
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেনেগালের সাথে ৪-২ গোলে হেরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শুরুতে গোল করলেও পরে ছন্দ হারায় সেলেসাওরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমালেও শেষরক্ষা হয়নি ভিনিসিয়াসদের। জোড়া গোল করেছেন বায়ার্ন তারকা সাদিও মানে।
কাতার বিশ্বকাপের পর থেকে আফ্রিকান জুজু যেন কাটাতেই পারছে না ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর কাছে হোঁচট খাওয়ার পর গিনির সঙ্গে স্বস্থির জয় পেলেও সেনেগালের কাছে বিধ্বস্ত হলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ইনজুরিতে আগে থেকেই নেই সেরা তারকা নেইমার। এদিন একই কারণে ফরোয়ার্ড রদ্রিগোর সার্ভিস পায়নি ব্রাজিল। তবে লিসবনে শুরুতে প্রাণবন্ত খেলে লিড নেয় সেলেসাওরা।
No comments: