দাম কমবে যেসব পণ্যের
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক কর এবং ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে। মিষ্টি জাতীয় পণ্য, বাইসাইকেল, হুইলচেয়ার, পোল্ট্রি ফিড, হ্যান্ড টাওয়েল, এলইডি টিভি, পশু খাদ্য,ব্রেইল বুক, ক্লিনিক্যাল বেডশিট, পলিথিন, কানে শোনার যন্ত্র, কীটনাশক, কৃষি পণ্য, স্টেইনলেস স্টিল, ওভেন ইত্যাদির দাম কমবে।
আজ বৃহস্পতিবার (১ জুন) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ কথা জানান।
তিনি সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন। যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১ লাখ ১ হাজার ২৭৮ কোটি টাকা বেশি। এটি স্বাধীন বাংলাদেশের ৫২তম বাজেট। এছাড়া আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদের ১৫তম বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের টানা পঞ্চম বাজেট।
Tag: English News lid news national
No comments: