বাড়ছে ডেঙ্গুতে মৃত্যু, পদত্যাগের ঘোষণা পেরুর স্বাস্থ্যমন্ত্রীর
পেরুতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতির মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রোজা গুতারেস। বৃহস্পতিবার (১৫জুন) রাতে কংগ্রেসে বক্তব্য দেয়ার সময় এই ঘোষণা দেন তিনি। খবর রয়টার্সের।
পেরুর স্বাস্থ্যমন্ত্রী রোজা গুতারেস। ছবি: সংগৃহীত
পদত্যাগের ঘোষণা দেয়ার আগে দেশটির আইনপ্রণেতারা গুতারেসকে অপসারণের জন্য সমন জারি করেছিলেন।
পেরুর প্রেসিডেন্ট দিনা বুলুয়ার্তে টুইটারে বলেছেন, তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এছাড়াও তিনি স্বাস্থ্যখাতের উন্নয়নে আরও দ্বিগুণহারে কাজ করার প্রতিশ্রুতি জানিয়েছেন।
সরকারি তথ্যানুসারে, পেরুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৮ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ছাড়িয়েছে। গত সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৪ শতাংশ বেড়েছে এবং আক্রান্তের সংখ্যা বেড়েছে ১২ শতাংশেরও বেশি।
আরও পড়ুন: ভারতে বাড়ছে ডেঙ্গু রোগী
গত সপ্তাহে প্রেসিডেন্ট বুলুয়ার্তে দেশটির বিভিন্ন অঞ্চলে ২ মাসের জরুরি অবস্থা জারি করেছিলেন। দেশটির ওই অঞ্চলে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে মারা গেছেন। তবে এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
ডেঙ্গু জ্বর মশা-বাহিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ যা উচ্চ জ্বর, মাথাব্যথা, বমি, পেশি এবং জয়েন্টে ব্যথা এবং কখনও কখনও মৃত্যুর কারণ হতে পারে।
No comments: