বিচ্ছেদে একজন অন্যজনকে 'আনফলো' করলেন তারকা
ভালোবাসার সম্পর্কে বিচ্ছেদ হলে সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজনকে ব্লক কিংবা আনফলো করা নতুন কিছু নয়। তবে এ বিষয়টি যে তারকাদের বেলাতেও খাটে এবার তারই প্রমাণ মিলল ভারতীয় টিভি অভিনেতা দেবচন্দ্রিমা সিংহ রায় ও রিজওয়ান রব্বানি শেখের আচরণে।
প্রেম ভাঙার পর বেশ কিছুদিন ধরে এমনই আচরণ করছেন এ তারকা জুটি। তাদের ইনস্টাগ্রামেই এর প্রমাণ মিলছে বার বার। তাদের ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখতে পাওয়া যাচ্ছে, একে অপরকে আনফলো করেছেন তারা।
শুধু যে আনফলো করেছেন, তাও কিন্তু নয়। একে অপরের সঙ্গে ছবি তোলা বা প্রিয় মুহূর্তগুলোর পোস্ট তারা সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেছেন।
এ প্রসঙ্গে রিজওয়ানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। তাছাড়া আমি সোশ্যাল মিডিয়ার সব বিষয়গুলো ঠিকমতো বুঝি না। এ কারণে নেটদুনিয়ায় বেশি একটিভও থাকি না আমি। এ বিষয়ে দেবচন্দ্রিমা ভালো বলতে পারবে।
আরও পড়ুন: আমার বিয়ে হয়ে গেছে: দেব
হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, এ প্রসঙ্গে দেবচন্দ্রিমাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ‘দায়িত্ব নিয়ে পোস্ট মুছেছি। কারণ ঠিক করেছি, আমাদের জীবন এবার থেকে ব্যক্তিগত ঘেরাটোপেই রাখব।’
যদিও এ জুটি নিজেদের প্রেম বা বিচ্ছেদ সম্পর্কে কখনই মিডিয়ায় সরাসরি কিছু বলেনি। তবে দেবচন্দ্রিমা ও রিজওয়ানের প্রেম ভাঙার খবরে মন খারাপ করেছে তাদের অনুরাগীরা।
No comments: