জাপানে কমছে জনসংখ্যা, বাড়ছে অভিবাসী
জাপানে রেকর্ড পরিমাণে কমেছে জনসংখ্যা। তবে দেশটিতে পাল্লা দিয়ে বেড়েছে অভিবাসীর সংখ্যা। এতে পরিবর্তন আসছে দেশটির সমাজ ব্যবস্থায়। বুধবার (২৬ জুলাই) এ তথ্য প্রকাশ করে জাপান সরকার।
২০২২ সালের ২৯ ডিসেম্বর টোকিওতে নববর্ষ উপলক্ষে একটি শপিংমলে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত জাপানের মানুষ। ছবি: সংগৃহীত
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বয়স্ক জনসংখ্যার ভারে বিষণ্ন দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক পরাশক্তি জাপান। এরমধ্যেই আশংকাজনক হারে দেশটিতে কমেছে জনসংখ্যা। আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে ২০২২ সাল। গত বছর দেশটির ইতিহাসে এক বছরের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা কমার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: জাপানে জন্মহার বাড়াতে আড়াই হাজার কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা
তবে দেশটিতে ক্রমহ্রাসমান জনসংখ্যার ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখছেন অভিবাসীরা। মোট ত্রিশ লাখ অভিবাসী বর্তমানে দেশটিতে আছেন। অভিবাসীদের বেশিরভাগই বাস করেন রাজধানী টোকিতেও। শহরটিতে যে সংখ্যক বাসিন্দা রয়েছেন তার ৪ দশমিক ২ শতাংশ হলেন অভিবাসী।
জাপানের অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৪ বছরে টানা জনসংখ্যা কমার ফলে গত বছর ২০২২ সালে জাপানি নাগরিক আট লাখ কমে দাঁড়িয়েছে ১২ কোটি ২৪২ লাখে। ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত আবাসিক নিবন্ধনের ওপর ভিত্তি করে এই সংখ্যা বের করা হয়েছে। জনসংখ্যা কমার সংখ্যায় এর আগে এত বড় লাফ কখনও দেখা যায়নি।
আরও পড়ুন: ইতালিতে জন্মহার সর্বকালের সর্বনিম্ন
২০০৮ সালে জাপানে জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এর পরই কম জন্মহারের কারণে গত ১৪ বছর ধরে তা কমতেই আছে। জাপানে ২০২১ সালে যে পরিমাণ অভিবাসী ছিল, সেটির তুলনায় ২০২২ সালে তা ১০ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
Tag: English News lid news others world
No comments: