শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল
শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে সরকার। তবে এ ছুটি ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। আগামী রবিবার থেকে গ্রীষ্মকালের ছুটি ঘোষণা দিয়েছিল মাউশি।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতকালীন ছুটির সঙ্গে তা যুক্ত করা হবে। এতে শিক্ষার্থীরা দীর্ঘদিনের ছুটি ভোগ করতে পারবে। স্বল্প সময় শিক্ষার্থীদের সিলেবাস শেষ করার লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Tag: English News national others

No comments: