টমেটো বিক্রি করেই ৪৫ দিনে আয় ৪ কোটি!
টমেটোর বাজারে যে আগুন, সাধারণ মানুষের কাছে তা এখন আর নতুন কোনো খবর নয়। আর এই বাজারেই টমেটো বিক্রি করে কোটিপতি হয়ে গেলেন এক কৃষক।
টমেটো। ছবি: সংগৃহীত
বিজনেস টু’ডেসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, টমেটো বিক্রি করে মাত্র দেড় মাস অর্থাৎ ৪৫ দিনে ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তোরের ওই কৃষক আয় করেছেন ৪ কোটি রুপি।
আরও পড়ুন: ভারতে টমেটোর দাম বেড়েছে ৭০০ শতাংশেরও বেশি
প্রতিবেদনে বলা হয়, চন্দ্রমৌলি নামের ওই কৃষকের ২২ একর চাষের জমি রয়েছে। সেখানে তিনি এপ্রিলের প্রথম সপ্তাহে বিরল জাতের টমেটো গাছ রোপণ করেন। রীতিমতো অত্যাধুনিক পদ্ধতিতে চাষ করেন তিনি। যে কারণে দ্রুত ফলনের সুফলও পান।
জুন মাসের শেষে খেতের টমেটোগুলো তিনি বাজারজাত করেন। আর তারপরই ঘটে যায় ‘ম্যাজিক’।
কর্ণাটকের কোলার মার্কেটে পরবর্তী দেড় মাসে তিনি বিক্রি করেন ৪০ হাজার বাক্স টমেটো। ১৫ কেজি করে ওই টমেটো ক্রেটের দাম ছিল এক থেকে দেড় হাজার রুপি। সব মিলিয়ে চার কোটিরও বেশি রুপির টমেটো বিক্রি করেন তিনি।
আরও পড়ুন: টমেটো বিক্রি করেই কোটিপতি কৃষক
ওই ২২ একর জমিতে টমেটো চাষের খরচই ছিল প্রায় এক কোটি রুপি। তবে বিপুল অর্থ বিনিয়োগ করার সুফলও মিলেছে। অল্প সময়েই লাভ পৌঁছেছে ৩ কোটির ঘরে। এতে স্বাভাবিকভাবেই বেজায় খুশি চন্দ্রমৌলি।
Tag: English News others world
No comments: