ফ্রান্স যখন জ্বলছিল, ম্যাক্রোঁ তখন কনসার্ট দেখছিল!
ফ্রান্সের চলমান বিক্ষোভের মধ্যে কনসার্টে অংশগ্রহণ করে তোপের মুখে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার (২৮ জুন) রাতে প্যারিসে সফররত ব্রিটিশ গায়ক এলটন জনের কনসার্টে অংশগ্রহণ করেন তিনি। খবর স্কাই নিউজের।
প্রতিবেদনে বলা হয়, পুলিশের গুলিতে নিহত নাহেল এমের মৃত্যুকে ঘিরে বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছে ফ্রান্স। প্যারিসসহ বিভিন্ন শহরে সহিংসতা চালাচ্ছে বিক্ষোভকারীরা। এখন পর্যন্ত হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে ব্রিটিশ গায়ক এলটন জনের কনসার্টে অংশগ্রহণ করেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিট।
আর সেই কনসার্টের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকে যোগাযোগমাধ্যমে। এতে তোপের মুখে পড়েন ফ্রান্সের প্রেসিডেন্ট।
শনিবার (১ জুলাই) স্প্রিটার টিম নামের একটি টু্ইটার অ্যাকাউন্ট থেকে কনসার্টের ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে গানের তালে তালে পা দোলাতে দেখাতে গেছে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে।
ভিডিওটি পোস্ট করে ওই টুইটার ব্যবহারকারী বলেছেন, ‘একদিকে বিক্ষোভকারীরা ফ্রান্স জ্বালিয়ে দিচ্ছে, অন্যদিকে ম্যাঁক্রো এলটন জনের কনসার্ট আলোকিত করছেন। ভিডিওতে প্রেসিডেন্টকে খুব ভালো মুডে দেখা গেছ। তিনি তার স্ত্রীর সঙ্গে গান উপভোগ করছেন।’
আরও পড়ুন: ফ্রান্সে বিক্ষোভ /অভিভাবকদের প্রতি যে আহ্বান জানালেন ম্যাক্রোঁ
অন্যদিকে এলটন জন ও তার স্বামী ডেভিড ফার্নিশ তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও তার স্ত্রী ব্রিজিটের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন। ডেভিড ফার্নিশ ছবির ক্যাপশনে লিখেছেন ‘ প্যারিসে ব্যাকস্টেজে।’
এদিকে পোস্টের পর ডেভিড ফার্নিশের ইনস্টাগ্রামের ছবিতে নেতিবাচক মন্তব্যের ঝড় ওঠে।
একজন মন্তব্য করেছেন ‘ভুল সময়।’ অন্য আরেকজন লিখেছেন ‘ম্যাক্রোঁ সবকিছু নীচে নেমে গেছে।’
আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন ‘ তার সরকারের অধীন পুলিশের গুলিতে এক কিশোর মারা গেছে ,আর তিনি কনসার্ট উপভোগ করছেন, এটা ম্যাক্রোঁর জন্য কলঙ্ক!’
Tag: English News lid news others world
No comments: