Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » রোমাঞ্চ ছড়িয়ে বাংলাদেশ-ভারতের লড়াই টাই, সিরিজে সমতা




দারুণ সেঞ্চুরিতে ব্যাট হাতে দলকে স্বপ্ন দেখান ফারজানা হক। এনে দেন লড়াইয়ের পুঁজি। এই পুঁজি নিয়েই বল হাতে বাকি দায়িত্ব সারলেন মারুফা-নাহিদারা। তবে রোমাঞ্চকর ম্যাচটিতে হারল না কেউই। দুদলের লড়াই শেষ হলো টাই দিয়ে। তাতে সিরিজ হাতছাড়া হলো না কোনো দলের। সমতায় শেষ হলো বাংলাদেশ ও ভারতের মধ্যকার ওয়ানডে সিরিজ। আজ শনিবার (২২ জুলাই) আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচটি টাই দিয়ে শেষ হয়েছে। ফলে তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়েছে। ওয়ানডে সিরিজের আগে টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হেরেছিল নিগার সুলতানার দল। তবে ৫০ ওভারের ক্রিকেটে আর ভুল করল না। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ঠিকই লড়াই জমাল বাংলাদেশের মেয়েরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের দেওয়া ২২৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনির শেফালি ভার্মাকে মাঠছাড়া করেন মারুফা আক্তার। এরপর ওয়ানডাউনে নামা ভাটিয়াকে এলবির ফাঁদে ফেলেন সুলতানা খাতুন। ৩২ রানে ভারতের দুই উইকেট তুলে নিয়ে তখনও ম্যাচের নাগাল নিজেদের হাতে রেখেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় উইকেটে স্মৃতি মান্ধানা ও হারলিন দেওল মিলে পাল্টে দেন প্রেক্ষাপট। ১০৭ রানের দারুণ জুটিতে ভারতকে ম্যাচে ফেরান দুই ব্যাটার। ছুটতে থাকা এই জুটিকে ২৯ ওভারে থামান ফাহিমা খাতুন। ফিরিয়ে দেন স্মৃতি মান্ধানাকে। কিন্তু ৮৫ বলে ৫৯ রান করে দিয়ে গিয়ে দলকে কক্ষপথে এনে দিয়ে যান এই ওপেনার। এরপর মাঝে বৃষ্টি এসে বাগড়া দেয় ম্যাচে। প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে লড়াই। বৃষ্টির পর জোড়া রানআউট করে ফের ম্যাচে ফেরে বাংলাদেশ। ওই মোমেন্টামই কাজে লাগালো বাংলাদেশ। শেষ পর্যন্ত ভারতকে থামাল ২২৫ রানেই। ফলে টাই দিয়ে শেষ হয় দুদলের লড়াই। এর আগে ফারজানার সেঞ্চুরিতে চড়ে ভারতের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে স্কোরবোর্ডে ২২৫ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এটি ভারতে বিপক্ষে বাংলাদেশের মেয়েদের দলীয় সর্বোচ্চ স্কোর। ১৬০ বলে ১০৭ রানের অনবদ্য ইনিংস খেলেন ফারজানা। সিরিজ জিততে ভারতে প্রয়োজন ২২৬ রান। এদিন টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে দুই ওপেনার শামিমা সুলতানা ও ফারজানা হক। এই দুই ব্যাটারের ৯৩ রানের ওপেনিং জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। যদিও দলীয় ৯৩ রানের মাথায় বিদায় নেন শামীমা। ৭৮ বলে ৫২ রানের ইনিংস খেলে আউট হন তিনি। এরপর অধিনায়ক নিগার সুলতানাকে নিয়ে ফের বড় জুটি গড়েন ফারজানা। এই দুজন মিলে মাঝের ওভারগুলোতে দেখেশুনে ব্যাটিং করেন। গড়ে তোলেন ৭১ রানের জুটি। এরপর দলীয় ১৬৪ রানে আউট হন নিগার সুলতানা। ৩৬ বলে ২৪ রান করেন নিগার। নিগারের বিদায়ের পর তৃতীয় উইকেট হারাতেও সময় লাগেনি বাংলাদেশের। দলীয় ১৬৯ রানে বিদায় নেন রিতু মনি। দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপকে বেশ ভালোভাবেই সামাল দেন ফারজানা-মোস্তারি জুটি। শেষদিকে ৫৪ রানের জুটি গড়ে শক্ত পুঁজি দাঁড় করান এই দুই ব্যাটার। দলীয় ২২৩ রানের সময় রানআউটে কাটা পড়ে বিদায় নিতে হয় সেঞ্চুরিয়ান ফারজানাকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply