জ্বালানি ফুরিয়ে গেছে পাকিস্তান সেনাবাহিনীর!
দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক সংকটে জেরবার পাকিস্তান। এবার দেশটির সেনাবাহিনীর জ্বালানিও ফুরিয়ে যাওয়ার পথে। এই অবস্থায় জ্বালানি বাঁচাতে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সবধরনের সামরিক অনুশীলন স্থগিত ঘোষণা করেছে তারা।
পাকিস্তান সেনাবাহিনীর একাংশ। ছবি: সংগৃহীত
ভারতীয় সংবাদমাধ্যম ইউরেশিয়ান টাইমসের এক প্রতিবেদনে পাকিস্তান সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, জ্বালানি সংকটের কারণে পাকিস্তান সেনাবাহিনী সবধরনের অনুশীলন বাতিল করেছে।
সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনীর সদর দফতরে ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ট্রেইনিং-এর কার্যালয় থেকে থেকে তাদের সব আঞ্চলিক দফতর এবং অন্যান্য ইউনিটের কাছে এ বিষয়ে একটি নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ডিসেম্বর পর্যন্ত সবধরনের যুদ্ধ প্রস্তুতি এবং অনুশীলন বাতিল করা হয়েছে।
যুদ্ধ প্রস্তুতি এবং অনুশীলন বাতিল করার প্রাথমিক কারণ হিসেবে ‘রিজার্ভ জ্বালানি’ এবং প্রয়োজনীয় লুব্রিকেন্টের অভাবকে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানকে তিনশ কোটি ডলার ঋণ দেবে আইএমএফ!
এদিকে, পাকিস্তানকে ৩ বিলিয়ন (তিনশ কোটি) মার্কিন ডলার ঋণ দেয়ার প্রাথমিক চুক্তি করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শুক্রবার (৩০ জুন) পাকিস্তানের অর্থমন্ত্রী ও আইএমএফের মধ্যে এ চুক্তি হয়।
চুক্তির বিষয়টি জানিয়ে এক টুইটার বার্তায় পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহর।’ তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, পাকিস্তান আইএমএফ থেকে শিগগিরই চুক্তির আনুষ্ঠানিক নথি পাবে। এর আগে, তিনি আইএমএফের সঙ্গে চুক্তির বিষয়টি জানিয়ে বলেছিলেন, যেকোনো সময় এ ব্যাপারে চূড়ান্ত চুক্তি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, আইএমএফ বোর্ডের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত চুক্তির পর, পাকিস্তান নয় মাসে এ ঋণ পেতে পারে।
No comments: