কপিলের চোখে বিশ্বকাপে সবচেয়ে ফেবারিট যে দল
কপিল দেব। ছবি : এএফপি
যতই সময় ঘনিয়ে আসছে ততই বিশ্বকাপকে নিয়ে ভক্ত-সমর্থকদের জল্পনা-কল্পনা বাড়ছে। এর মধ্যে বিশ্বকাপ নিয়ে কথা বলতে শুরু করেছেন তারকারাও। তাঁরা কথা বলছেন দলগুলোর প্রস্তুতি, সম্ভাবনা ও পছন্দ নিয়ে। আসন্ন বিশ্বকাপে কারা ফেবারিট, তাই জানালেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) কর্ণাটক গলফ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলেন কপিল। বিশ্বকাপে ভারতের সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান,‘চার বছর অন্তর বিশ্বকাপ ফিরে আসে। আশা করব, ভারতীয় ক্রিকেটাররা তৈরি থাকবে নিজেদের সেরাটা দেওয়ার জন্য। ১২ বছর পর আবার ভারতে বিশ্বকাপ। যেমন দর্শক সমর্থন থাকবে দলের প্লাস পয়েন্ট হিসেবে, তেমনই এই দর্শকদের চাপ সামলানো আবার ক্রিকেটারদের কাছে কঠিন মনে হতে পারে।’
তিনি আরও যোগ করেন, ‘প্রত্যাশা এবং পারফরম্যান্স ব্যালেন্স করতে পারলে রোহিত শর্মার দল বিশ্বকাপ জিততেই পারে। তারা অন্যতম ফেবারিট হিসেবেই বিশ্বকাপে অংশ নেবে। তবে দল নির্বাচন সঠিকভাবে করতে হবে। ভারতের প্রতিভার অভাব নেই। কিন্তু চার বছরে একবার বিশ্বকাপ আসে বলে এখানে অন্য টুর্নামেন্টের থেকে চাপ বেশি থাকে। বিশেষ ভুল করার জায়গা নেই। ড্রেসিংরুমের পরিবেশ শান্ত এবং বন্ধুত্বপূর্ণ রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপে ।’
আগামী ৫ অক্টোর আহমেদাবাদে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আর আগামী ১৯ নভেম্বর সেই আহমেদাবাদেই হবে মেগা ফাইনাল। এবারের আসরে মোট ১০টি দল অংশ নিচ্ছে।
Tag: English News games lid news others world
No comments: