Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » Hollywood: কাশ্মীরে বড় সাফল্য ‘ওপেনহেইমার’-এর! শাহরুখের ‘পাঠান’কে ছাপিয়ে যাচ্ছেন নোলান?




ছন্দ ফিরছে কাশ্মীরে। শাহরুখ খানের ‘পাঠান’ স্থানীয়দের চোখে স্বপ্ন এনে দিয়েছে। সেই স্বপ্নকে পূর্ণতা দিলেন হলিউডের ক্রিস্টোফার নোলান। আর তাঁর ‘ওপেনহেইমার’। খবর, কাশ্মীরের শ্রীনগরের প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে রমরমিয়ে চলছে ছবিটি। ইতিমধ্যেই ছবিটি বাকি হলিউডি ছবির রেকর্ড ভাঙতে চলেছে। ‘ফাস্ট এক্স’, ‘জন উইক: চ্যাপ্টার’, স্পাইডার-ম্যান: অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স, ‘ওয়াটার’ রয়েছে পিছিয়ে পড়া ছবির তালিকায়। পরিবেশক বিকাশ ধর এ সম্বন্ধে স্পষ্ট করেছেন, “ওপেনহেইমার’ হলিউডের প্রথম ছবি, যা আমাদের প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেলেছে। এর আগে ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’ বা আরও কয়েকটি হলিউডি ছবিও ভাল ব্যবসা করেছে। মাত্র তিন দিনে সর্বত্র হাউসফুল শো পাওয়া এই প্রথম। ওপেনহাইমার মুক্তির চার সপ্তাহ আগে থেকে দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করে তুলেছে। সবাই অগ্রিম টিকিট কেটে নিয়ে গিয়েছেন। সিনেপ্রেমীরা আমাদের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার জন্য বারেবারে অনুরোধ জানিয়েছিলেন। যাতে দেশের বাকি অংশের মতো তাঁরাও দেখতে পারেন।” আরও পড়ুন: Bollywood: কলকাতায় আসার আগেই ‘খেলা হবে’ বাদ! করণের ছবিতে কোথায় কাঁচি সেন্সরের? ‘ওপেনহাইমার’-এর সাফল্য দেখে অনেকের দাবি, শ্রীনগর আইনক্সে শাহরুখের ‘পাঠান’কেও ছাপিয়ে যাবেন নোলান। বিকাশ অব্শ্য এই দাবি মানতে নারাজ। তাঁর প্রতিক্রিয়া, "আমি তা মনে করি না। এটা ঘটলে আমি সত্যিই অবাক হব। এখানে শাহরুখ খানের অনুরাগীর সংখ্যা অনেক বেশি। আমরা ইতিমধ্যেই তাঁর পরবর্তী ছবি ‘জওয়ান’ নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে দিয়েছি। এমনও অনেককে বলতে শুনেছি, ‘ওপেনহাইমার’ দেখলেও ‘জওয়ান’-এর অপেক্ষা রয়েছি'! আইনক্স শ্রীনগরে, ওপেনহেইমার ইংরেজি চারটি শো পেয়েছে। রয়েছে একটি হিন্দি ডাব করা শো। বিকাশের মতে, “ক্রিস্টোফার নোলান এবং সিলিয়ান মারফির অনুরাগী এখানেও রয়েছেন। তাঁরা দলে দলে এসে ছবি দেখে যাচ্ছেন। বহু দিন পরে ভূস্বর্গ আন্তর্জাতিকতার স্বাদ পেল।" কেমন ব্যবসা করল নোলানের ছবি? খবর, মাত্র দুদিনে ৩০ কোটি ব্যবসা করেছে ছবিটি। এভাবে চললে খুব তাড়াতাড়ি ১০০ কোটির ক্লাবে পা রাখবে ‘ওপেনহাইমার’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply