পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী এবং বসতী স্থাপনকারীদের গুলিতে দুই ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (৪ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি তরুণ মাহমুদ আবু সানের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রামাল্লার পূর্ব দিকে বুরকা গ্রামে এক বসতি স্থাপনকারীর গুলিতে কুসাই জামাল মাতান নামে ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়।
এ বিষয়ে ইসরাইলের সেনাবাহিনী তাৎক্ষণিককোনো মন্তব্য করেনি।
এর আগে শুক্রবার সকালে আরেক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী।
আরও পড়ুন: লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে নিহত ৬
এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকালে তুলকার্মে দখলদার ইসরাইলি সেনার গুলিতে ১৮ বছর বয়সী মাহমুদ আবু সান নিহত হয়েছে। তার শরীরে পাঁচটি গুলিবিদ্ধ হয়।
এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী জানায়, সেনা সদস্যরা টহল দেয়ার সময় সন্দেহভাজন ব্যক্তিরা বোমার বিস্ফোরণ ঘটায় ও সৈন্যদের লক্ষ্য করে পাথর ছোড়ে। জবাবে সেনা সদস্যরা গুলি ছোড়ে।
আরও পড়ুন: আড়াই মাসে ইসরাইলি বাহিনীর হাতে নিহত ৮৪ ফিলিস্তিনি
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’র প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরাইলি বাহিনীর সেনারা একেবারে কাছ থেকে আবু সানের মাথায় গুলি করে।
Tag: English News lid news others world
No comments: