ফের মেসির গোল, টানা পঞ্চম জয় মিয়ামির
ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পর থেকে যেন গোলের বন্যা বইয়ে দিচ্ছেন লিওনেল মেসি। ৫ ম্যাচে আট গোল করেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।
শুক্রবার শার্লট এফসির বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচে মিয়ামির হয়ে গোল করেছেন ৭ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী তারকা। এই জয়ে লিগ কাপের সেমিফাইনালে উঠেছে মিয়ামি।
ম্যাচের ৮৬তম মিনিটে মিয়ামির হয়ে চতুর্থ ও শেষ গোলটি করেন মেসি। যা নিয়মিত জয়ের স্বাদ এনে দেয় জেরার্ডো মার্টিনোর দলকে। এখন শেষ চারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে লড়তে উত্তরে যাত্রা করবে মিয়ামি। KSRM
মেক্সিকান ক্লাব কুয়েরেতারোকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফিলাডেলফিয়া।
আর্জেন্টাইন জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির উপস্থিতিতে ওই ম্যাচে সবচেয়ে নির্ভার ম্যাচগুলোর একটি খেলেছেন মেসি। তারপরও লক্ষ্য ভেদ করেছেন তিনি। যার সুবাদে তারা পেয়েছে টানা পঞ্চম জয়।
ম্যাচের ১২তম মিনিটেই এগিয়ে যায় মিয়ামি। পেনাল্টি থেকে গোল করেন জোসেফ মার্টিনেজ। ৩২ মিনিটে দলটিকে দ্বিগুন ব্যবধানে এগিয়ে দেন দারুন ফর্মে থাকা রবার্ট টেইলর।
৭৮ মিনিটে মেসির দিকে দিয়াগো গোমেজের নীচু ক্রসের বল প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন শার্লটের ডিফেন্ডার এডিলসন মালান্ডা।
শেষ পর্যন্ত মেসির করা চতুর্থ ও শেষ গোলে উৎসবে মেতে উঠে মিয়ামির সমর্থকরা।
Tag: English News games lid news world
No comments: