জুভেন্টাসের কাছেও হারাল রিয়াল
হার দিয়েই প্রাক মৌসুম প্রীতি ম্যাচের যুক্তরাষ্ট্র সফর শেষ হলো রিয়াল মাদ্রিদের। ইতালিয়ান দল জুভেন্টাসের কাছে ৩-১ গোলে হেরেছে অ্যানচেলত্তির শিষ্যরা।
দুর্দান্ত জয় দিয়ে সফরটা শুরু হলেও বার্সেলোনার কাছে এসে হোঁচট খায় দলটি। শেষ ম্যাচে এসেও ঘুড়ে দাঁড়াতে পারলো না লস বøাঙ্কেরা।
এদিন ম্যাচের শুরু থেকে আক্রমণাত্ম ফুটবলে স্প্যানিশ জায়ান্টদের চাপে রাখে জুভেন্টাস। প্রথম মিনিটেই দলকে এগিয়ে দেন ময়েস কিন। ২০ মিনিটে ব্যবধান বাড়ায় ২৩ বছর বয়সী মার্কিন ফরোয়ার্ড টিমোথি ওয়েহ। KSRM
বিরতির আগে এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভস দেয় রিয়াল। তবে দ্বিতীয়ার্ধের শেষদিকে আরও একটি গোল হজম করলে হারের ব্যবধার আরও বাড়ে দলটির।
Tag: English News lid news world
No comments: