প্রিগোজিনকে বহনকারী বিমানের ডাটা রেকর্ডার উদ্ধার
রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার প্রধানকে বহনকারী বিমানের ধ্বংসস্তূপ থেকে ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।
প্রিগোজিনের অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন মানুষ। ছবি: বিবিসি
বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় প্রিগোজিনের ব্যক্তিগত বিমান ‘এমব্রেয়ার লিগেসি’ রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাওয়ার পথে বিধ্বস্ত হয়। বিমানটিতে ক্রুসহ মোট ১০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।
বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ থেকে ১০ জনের মরদেহ ও ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা রেকর্ডার থেকে ঠিক কী কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে তা জানা যাবে। এছাড়া দেহাবশেষের আণবিক জিন বিশ্লেষণের মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হবে।
Tag: English News others world

No comments: