মেহেরপুরে সিপিবি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
শনিবার বিকেলে লড়াই-সংগ্রামের অংশ হিসেবে মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ড কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি 'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা শাখার সভাপতি কমরেড জালাল উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড শহিদুল ইসলাম কানন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি কমরেড আবদুল্লাহ ক্বাফী রতন। আরো বক্তব্য রাখেন অ্যাডঃ মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান, রফিকুল ইসলাম উদ্দিন, মনিরুল ইসলাম, মহাম্মদ আলী, রফিকুল ইসলাম পথিক প্রমুখ। সভায় বক্তারা নির্দলীয় নিরেপক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং ভোট ও ভাতের অধিকারের জন্য আন্দোলন - সংগ্রাম এর কর্মসূচি চালিয়ে জণগণকে সাথে নিয়ে বিকল্প বাম শক্তি গড়ে তুলে আন্দোলন-সংগ্রাম জোরদার করার জন্য মতামত ব্যক্ত করেন।
Tag: Zilla News

No comments: