Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » নিউইয়র্কে মিলছে জুমার নামাজ ও রমজানে আজান দেয়ার অনুমতি




যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রতি শুক্রবার নির্ধারিত সময়ে জুমার নামাজে এবং পবিত্র রমজান মাসে শুধু মাগরিবের নামাজের আজান দেয়ার অনুমতি দিতে যাচ্ছে শহরটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। মেয়র এরিক বলেন, কোন সম্প্রদায়গুলোকে তাদের প্রার্থনার আহ্বান জানানোর অনুমতি দেয়া হয়নি, তা নিয়ে বেশ দীর্ঘ সময় ধরে বিভ্রান্তি রয়েছে। আজ আমরা স্পষ্টভাবে বলছি যে, মসজিদগুলো শুক্রবার এবং রমজান মাসে কোনো অনুমতি ছাড়াই প্রার্থনার জন্য আহ্বান (আজান) জানানোর জন্য স্বাধীন। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন মসজিদ সমিতি এবং মুসলিম ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন: জার্মানির কোলন শহরে মাইকে শোনা গেল আজানের ধ্বনি তাদের উদ্দেশে এরিক অ্যাডামস আরও বলেন, আপনারা নিউইয়র্ক শহরে নিজেদের ধর্মীয় অনুশীলন করার জন্য স্বাধীন। কারণ আইন অনুসারে, আমাদের সবার সমান অধিকার রয়েছে। এই কৃতিত্ব অর্জনে আমাদের প্রশাসন অত্যন্ত গর্বিত নতুন নির্দেশনা অনুসারে, কোনো মসজিদ প্রতি শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে আজান দিতে পারবে। পাশাপাশি পবিত্র রমজান মাসে ইফতারের আগে মাগরিবের নামাজের আজানও দেয়া যাবে। আরও পড়ুন: আজান শুনে ভাষণ থামালেন রাহুল গান্ধী এদিকে, এমন ঘোষণায় মেয়র এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের নেতারা। এছাড়া, সভা শেষ হওয়ার পরপরই মঞ্চ থেকে আজান দেয়া হয়; যার সঙ্গে ইংরেজি ব্যাখ্যাও ছিল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply