বান্দরবানে বন্যায় ৫ জনের মৃত্যু, পানি কমায় ঘরে ফিরছে লোকজন
কয়েকদিনের টানা বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসে, স্রোতে ভেসে পাঁচজনের মৃত্যু এবং একজন নিখোঁজ রয়েছেন। বৃষ্টি কমে আসলে এখন নামতে শুরু করেছে বন্যার পানি, ঘরে ফিরছে লোকজন। তবে এখনো সারাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, বন্ধ রয়েছে বিদ্যুৎ, ইন্টারনেট সেবা ও বিশুদ্ধ পানি সরবরাহ।
কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যার পানিতে বান্দরবান শহরসহ সাত উপজেলা প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ ব্যবস্থার অবনতিসহ চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
জেলা ঘুরে দেখা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়, সদর উপজেলা কার্যালয়, ফায়ার সার্ভিস, জেলা ও দায়রা জজ আদালত, চীফ জুডিশিয়াল কার্যালয়, নির্বাচন কমিশন অফিস, পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিসসহ মেম্বার পাড়া, আর্মি পাড়া, হাফেজ ঘোনা, ইসলামপুর, কালাঘাটা, বালাঘাটাসহ শহরের প্রায় ৮০শতাংশ বাড়িঘরে পানি ঢুকে পড়েছে।
Tag: English News politics
No comments: