Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » বাজপাখি ও সাপের ‘যুগপৎ’ আক্রমণে গুরুতর আহত টেক্সাসের এক নারী




একই সময়ে বাজপাখি ও সাপের আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন টেক্সাসের এক নারী। লুইজিয়ানা সীমান্তের কাছে টেক্সাসের সিলসবি শহরে এই উদ্ভট ঘটনাটি ঘটে। খবর বিবিসির। গত মাসে (২৫ জুলাই) পেগি জোন্স নামের এক নারী বাগান পরিচর্যা করার সময়ে হঠাৎ তার শরীরের ওপর আছড়ে পড়ে একটি সাপ। সাপটি উড়ন্ত একটি বাজপাখির কবল থেকে ঘটনাচক্রে নিচে পড়ে যায়। বারবার ঝাঁকুনি দেয়া সত্তেও ওই নারীর বাহু শক্তভাবে পেঁচিয়ে ধরে সাপটি এবং মুখে ছোবল দিতে থাকে। একই সময়ে বাজপাখিটি নিচে নেমে এসে ওই নারীর হাতে ধারালো নখ দিয়ে আঁচড় কাটতে থাকে। এতে গুরুতর আহত হন ৬৪ বছর বয়সী নারী। তিনি জানান, আমার মুখে ও চশমায় মুহুর্মুহু আঘাত করছিল সাপটি। আমি সাপটির কবল থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করছিলাম কিন্তু সাপটি বাহুতে ঝুলে ছিল। এরপর বাজপাখি সাপটির মতো দ্রুত উপস্থিত হয়। তিনি যোগ করেন, বাজপাখি সাপটিকে এমনভাবে টানছিল যে, তখন তার হাত ছিঁড়ে যাওয়ার মতো দশা হয়। বাজপাখিটি একইসঙ্গে তার হাত ও সাপটিকে টেনে নিয়ে যাচ্ছিল বলে তিনি বর্ণনা করেন। পরে সাপটির কবল থেকে তার হাত টেনে বের করা হয় এবং তার স্বামী তাকে হাসপাতালে নিয়ে যায়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply