সয়াবিন তেলের দাম কমল লিটারে পাঁচ টাকা
সয়াবিন তেলের ফাইল ছবি
সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা কমেছে। আগামীকাল থেকে নতুন দামে বিক্রি হবে এই ভোজ্য তেল। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশে সয়াবিন তেলের দাম কমানো হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
আজ রোববার (১৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নতুন দাম অনুযায়ী, বোতলজাত এক লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৭৪ টাকা। বর্তমানে প্রতি লিটার ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া খোলা সয়াবিনের নতুন দর হবে ১৫৪ টাকা লিটার। বর্তমানে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৯ টাকায়
Tag: English News lid news national

No comments: