প্রাকৃতিক দুর্যোগে পেছাল তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা
পরীক্ষার ফাইল ছবি
পিছিয়ে গেল তিন শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সিদ্ধান্ত এলো। চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এই পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে শুরু হবে ২৭ আগস্ট থেকে। যদিও অন্যান্য বোর্ডের পরীক্ষা শুরু হবে নির্ধারিত সময়েই।
আজ শুক্রবার (১১ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে গত সপ্তাহে তিন দিন ওইসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। যার ফলে তিন শিক্ষা বোর্ডের এই পরীক্ষাটি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
তপন কুমার সরকার জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১৭ আগস্টের পরিবর্তে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্য বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্ধারিত তারিখ, অর্থাৎ ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী
Tag: English News lid news national
No comments: