ভারি বৃষ্টিতে বেইজিংয়ে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ২৭
চীনের বেইজিংয়ে ভারি বৃষ্টিপাতে ১১ জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছে অন্তত ২৭ জন।
ডকসুরির আঘাতে পানিতে প্লাবিত বেইজিং। ছবি: এএফপি
মঙ্গলবার (১ আগস্ট) দেশটির রষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সুপার টাইফুন ‘ডকসুরি’ চীনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে। এর আগে ঘূর্ণিঝড়টি দেশটির ফুজিয়ান প্রদেশে আঘাত হানে। শনিবার রাজধানী বেইজিংয়ে ডকসুরির প্রভাবে প্রবল বৃষ্টিপাত হয়। ৪০ ঘণ্টার বৃষ্টিপাত দেশটির জুলাই মাসের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে তলিয়ে গেছে শত শত ঘর বাড়ি।
আরও পড়ুন: টাইফুন ডকসুরি /টানা বর্ষণে লন্ডভন্ড চীন, বেইজিংয়ে রেড অ্যালার্ট
মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, এখন পর্যন্ত বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাতে ১১ জন নিহত হয়েছে। আর নিখোঁজ রয়েছে ২৭ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেইজিংয়ের মেনটুগু জেলার একটি ট্রেন স্টেশনে এবং তার আশপাশে আটকে থাকা মানুষের কাছে খাবার ও গরম কাপড় পৌঁছে দেয়ার জন্য ২৬ জন সেনাবাহিনীর একটি সামরিক ইউনিট ও চারটি হেলিকপ্টার কাজ করছে।
গত ৩১ জুলাই বেইজিংয়ের ফ্যাঙ্গাশন এবং মেনটুগু জেলায় অতিরিক্ত বৃষ্টির পানি মারাত্মক ক্ষয়ক্ষতি করেছে। এর ফলে তিনটি ট্রেন আটকা পড়েছিল। এছাড়াও কিছু এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: চীনে আঘাত হানল ‘ডকসুরি’
অন্যদিকে বেইজিংয়ের প্রতিবেশি হেবেই প্রদেশেও ঝড়বৃষ্টির কারণে রেড এলার্ট জারি করা হয়েছে। অন্যদিকে মেট্রোলোজিক্যাল কর্তৃপক্ষ, প্রদেশটিতে বন্যা ও ভূমিধ্বসের আশঙ্কা প্রকাশ করেছে।
No comments: