শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে এক মিনিট ধরে কাঁপল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে আঘাত হানে ভূমিকম্পটি।
নিউজিল্যান্ডে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কেন্টাবারির অ্যাসবার্টন লেক অঞ্চল। মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কেন্টাবারির অ্যাসবার্টন লেক অঞ্চল, যা ক্রাইস্টচার্চ থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। আর মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
যদিও ভূমিকম্প বিষয়ক পর্যবেক্ষক সংস্থা জিওনেট জানিয়েছে, মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১১ কিলোমিটার। ওই এলাকাটি ঐতিহাসিকভাবেই ৫ মাত্রার বেশি ভূমিকম্পের জন্য পরিচিত বলেও জানায় সংস্থাটি।
আরও পড়ুন: মরক্কোর আকাশে ‘রহস্যময়’ আলোই ছিল ভূমিকম্পের ইঙ্গিত!
জানা গেছে, ভূমিকম্পটির তীব্রতা এতই বেশি ছিল যে ১২০ কিলোমিটার দূরের ক্রাইস্টচার্চ এবং উৎপত্তিস্থল থেকে ৩০০ কিলোমিটার দূরের ডানেডিনে এর কম্পন অনুভব করেন হাজারো মানুষ।
ভূমিকম্পটি এক মিনিটেরও বেশি সময় ধরে স্থায়ী হয়েছিল বলে জানিয়েছেন দেশটির নাগরিকরা। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ডেইলি মেইলের খবরে বলা হয়, প্রাথমিক অবস্থায় বলা হয় যে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮। পরে এই তথ্য পরিবর্তন করে বলা হয়, এটি ছিল ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প। কিন্তু পরবর্তীতে জিওনেট জানায়, বুধবার আঘাত হানা ভূমিকম্পটি ছিল ৬ দশমিক ২ মাত্রার।
আরও পড়ুন: তিন দিনের শোক /ভূমিকম্পে মরক্কো যেন মৃত্যুপুরী, প্রাণহানি বেড়ে ২ হাজার
এর আগে, ২০১১ সালে ক্রাইস্টচার্চে ৬ দশমিক ২ মাত্রার এক ভূমিকম্পে দুই শতাধিক মানুষ নিহত হন। সেসময় বহু হতাহতের পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়।
Tag: English News others world
No comments: