Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মার্কিন হুমকি উপেক্ষা, রাশিয়ার পথে কিম জং উন




যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় সোমবার (১১ সেপ্টেম্বর) ব্যক্তিগত ট্রেনে করে রাশিয়ার সীমান্তবর্তী শহর ভ্লাদিভস্তকের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন (ফাইল ছবি) যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন (ফাইল ছবি) আন্তর্জাতিক ডেস্ক ১ মিনিটে পড়ুন অবশেষে যুক্তরাষ্ট্রের আশঙ্কায় সত্যি হলো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানানো হয়। বিষয়টি উঠে এসেছে বিবিসি, সিএনএনসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরেও। গত কয়েক দিন ধরেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার রাশিয়া সফরের বিষয়ে আশঙ্কা প্রকাশ করে আসছিল যুক্তরাষ্ট্র। সফরের বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা না হলেও মার্কিন কর্মকর্তাদের দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়ে পুতিনের সঙ্গে সামরিক চুক্তি করতে পারেন কিম জং উন। আরও পড়ুন: মেয়েকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কুচকাওয়াজে কিম, শুভেচ্ছা জানালেন পুতিন উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে কিম জং উনের এ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনের সম্মেলনকে কেন্দ্র করে এরইমধ্যে ভ্লাদিভস্তক শহরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। করোনা মহামারির পর এটি দেশের বাইরে কিম জং উনের প্রথম কোনো রাষ্ট্রীয় সফর। এর আগে ২০১৯ সালে ট্রেনে করে প্রথমবারের মতো রাশিয়া সফরে যান কিম জং উন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরমাণু আলোচনা ভেস্তে গেলে ওই সফর করেন কিম।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply