ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৪ জনের মৃত্যু
হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তারের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৯৮ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬৪ হাজার ৫৬২ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৪ জনে।
গেলো ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে মধ্যে রাজধানী ঢাকার ৫ জন, বাকি ৯ জন ঢাকার বাইরের।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে মোট ১০ হাজার ৩৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪ হাজার ২০৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ১২২ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৪২৮ জন।
Tag: English News lid news national

No comments: