ক্যাপিটল হিলে হামলা: ‘প্রাউড বয়েজ’ নেতার ২২ বছর কারাদণ্ড
২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় অতি দক্ষিনপন্থি প্রাউড বয়েজের এক নেতার ২২ বছরের কারাদণ্ড হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের রায়ের মধ্যে অন্যতম এটি।
হেনরি এরিক নামের ওই ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডসহ গৃহযুদ্ধের চেষ্টা চালানোর অভিযোগ প্রমাণিত হয়েছে।
বিচারক জানান, ওই দিনের ঘটনায় যুক্তরাষ্ট্রের মূল ভিত্তি আঘাতপ্রাপ্ত হয়েছে। মার্কিন গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। মানুষের ভোটকে অস্বীকার করা হয়েছিল। সে কারণেই চরমতম শান্তি দেয়া হয় অভিযুক্তদের।
ক্যাপিটল হিলে দাঙ্গার অভিযোগে এ পর্যন্ত ১১শ’র বেশি লোককে আটক করা হয়েছে।
এর আগে ক্যাপিটল হিলে হামলার ঘটনায় গত বৃহস্পতিবার ‘প্রাউড বয়েজ’ নামের উগ্র ডানপন্থী মিলিশিয়া গোষ্ঠীর নেতা জো বিগসকে ১৭ বছরের কারাদণ্ড দেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
কৌঁসুলিরা বলেছেন, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের ফল জোরপূর্বক পাল্টে দেওয়ার জন্য রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রের অন্যতম মূল ব্যক্তি ছিলেন বিগস।
Tag: English News lid news world
No comments: