Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সবগুলো ম্যাচ জিতব না জানি, তবুও স্বপ্ন দেখি : সাকিব




সাকিব আল হাসান। ছবি : এএফপি আর মাত্র পাঁচদিনের অপেক্ষা। তারপরই মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের মেগা আসরে অংশ নিতে ইতোমধ্যে ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে বেশ শোরগোল হয়েছে গত কয়েকদিন ধরে। সব ছাপিয়ে বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা বাংলাদেশের। অধিনায়ক সাকিব আল হাসান চান সব ম্যাচে জিততে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেসরকারি একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দল নিয়ে সাকিব বলেন, ‘আমি তো চাইব সবগুলো ম্যাচ জিততে। জানি জিতব না। এটা খেলারই পার্ট অ্যান্ড পার্সেল (অবিচ্ছেদ্য অংশ)। তবুও, স্বপ্ন দেখি।’ ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে সাকিব ছিলেন চমৎকার ছন্দে। আট ম্যাচে দুই শতক ও পাঁচ অর্ধশতকে আসরের তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান করেন তিনি। সেবার সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মা করেছিলেন পাঁচটি শতক। এবারের বিশ্বকাপ শেষে নিজেকে কোথায় দেখতে চান সাকিব, সেটিও জানালেন সাক্ষাৎকারে। নিজের লক্ষ্য নিয়ে সাকিব বলেন, ‘বিশ্বকাপ শেষে নামের পাশে চার-পাঁচটা সেঞ্চুরি দেখতে চাই। গত বিশ্বকাপে রোহিত শর্মা বোধহয় সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছিল। সম্ভবত পাঁচটা। বিশ্বকাপ শেষে আমারও যেন এমন থাকে, সেই চেষ্টা করব।’ সাক্ষাৎকারে দল নিয়ে সাকিব বলেন, ‘আমাদের এই স্কোয়াড নিয়ে আমি আশাবাদী। আশাকরি ওরা ভালো করবে। দলে অনেকেই প্রথমবার বিশ্বকাপ খেলবে। ওরা ভালো করলে ভালো লাগবে। খারাপ খেললেও যে খারাপ লাগবে, এমন নয়।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply