Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » চুরিতে ব্যর্থ, ব্যাংকের প্রশংসায় চিরকুট রেখে গেল চোর




চুরিতে ব্যর্থ, ব্যাংকের প্রশংসায় চিরকুট রেখে গেল চোর চুরি করতে এসে ব্যাংকের লকার খুলতে না পারায় ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে চিরকুট রেখে গেছে এক চোর। পাশাপাশি তাকে না খোঁজারও অনুরোধ জানিয়েছে। ভারতের তেলেঙ্গানায় চুরিতে ব্যর্থ হয়ে ব্যাংকের প্রশংসায় করে চিরকুট রেখে গেছে এক চোর। ছবি: সংগৃহীত শনিবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইকোনিকস টাইমস।

এতে বলা হয়, ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাঞ্চেরিয়াল জেলায় গত বৃহস্পতিবার রাতে তেলেঙ্গানা গ্রামীনা ব্যাংকের একটি শাখায় চুরির চেষ্টা করা হয়েছে। তবে চুরিতে ব্যর্থ হয়ে চোর একটি চিরকুট রেখে গেছে। শুক্রবার সকালে ব্যাংক খোলার পর কর্মচারীরা চোরের রেখে যাওয়া বার্তা পান। চিরকুটে চোর জানিয়েছে, 'আমার আঙুলের ছাপ পাবেন না। ব্যাংকটি ভালো। একটি রুপিও চুরি করতে পারিনি। কাজেই আমাকে ধরবেন না।' আরও পড়ুন: ব্যাংকে ঢুকে অভিনব কায়দায় টাকা চুরি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকের সমস্ত লকার অক্ষত আছে। পাশাপাশি চোরের রেখে যাওয়া চিরকুটটিও পুলিশকে দেখানো হয়েছে। পুলিশ বলছে, সিসিটিভি ক্যামেরায় চোরের ব্যাংকে প্রবেশ এবং চলাফেরা ধরা পড়েছে। তবে চোর মুখোশ পড়ে থাকায় চেহারা দেখা যায়নি। চোর মাঞ্চেরিয়াল জেলার কোনো স্থানীয় লোক হতে পারে। এদিকে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভালো নয় বলেও জানিয়েছে পুলিশ সদস্যরা। তারা বলেন, ব্যাংকটি অল্পের জন্য বেঁচে গেছে। ব্যাংকটির লকার ডোরে একটি অ্যালার্ম আছে। এর আগেও ব্যাংকটিকে গ্রিলের দরজা, অ্যালার্ম আর নিরাপত্তা প্রহরী বসিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply