নাইজার থেকে রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহারের ঘোষণা ফ্রান্সের
নাইজার থেকে রাষ্ট্রদূত ও সেনাসদস্য প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। পশ্চিম আফ্রিকার দেশটিতে সামরিক অভ্যুত্থানের দুই মাসের মাথায় ফ্রান্সের পক্ষ থেকে এমন ঘোষণা এল।
নাইজার থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নিলেও দেশটির সামরিক জান্তাতে বৈধ সরকার বলে মানেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত
না
সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘নাইজার থেকে ফ্রান্স তার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে আমাদের রাষ্ট্রদূত এবং বেশ কয়েকজন কূটনীতিক ফ্রান্সে ফিরে আসবেন। আমরা নাইজারে সামরিক সহযোগিতাও বন্ধ করে দিচ্ছি। আগামী মাসে ফরাসি সৈন্যরাও দেশে ফিরে আসবে।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রান্সের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নাইজারের সামরিক জান্তা। এক বিবৃতিতে দেশটির জান্তা সরকার বলেছে, ফ্রান্সের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নাইজারের সার্বভৌমত্বের দিকে এগিয়ে যাওয়ার এক নতুন পদক্ষেপ।
আরও পড়ুন: নাইজারে অভ্যুত্থান: নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে ফ্রান্স
চলতি বছরের জুলাইয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নাইজারের সেনাবাহিনী। দেশটিতে নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি প্রায় দেড় হাজার ফরাসি সৈন্য রয়েছে। ফরাসি এসব সৈন্য প্রত্যাহারের দাবিতে কয়েক মাস ধরেই নাইজারের রাজধানী নিয়ামেতে বিক্ষোভ করছিল সাধারণ মানুষ।
আরও পড়ুন: নাইজারে সেনা পাঠাতে প্রস্তুত ইকোওয়াস
নাইজারের বৃহত্তম সাহেল অঞ্চলে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ফ্রান্সের সেনাবাহিনী। গতকাল রোববার ফ্রান্সের স্থানীয় টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আমি এখনও নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকেই দেশটির একমাত্র বৈধ সরকার প্রধান হিসেবে মনে করি। সামরিক জান্তা অবৈধভাবে তাকে জিম্মি করে রেখেছে।’
Tag: English News lid news others world
No comments: