করোনায় আক্রান্ত স্পেনের প্রধানমন্ত্রী, যাচ্ছেন না জি-২০ সম্মেলনে
স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন তিনি। এই কারণে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন স্পেনের প্রধানমন্ত্রী।
করোনায় আক্রান্ত হওয়ায় নয়াদিল্লিতে আসন্ন জি-২০ সম্মেলনে অংশ নিবেন না স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। ছবি: সংগৃহীত
শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, করোনায় আক্রান্ত হলেও ‘ভালো বোধ’ করছেন সানচেজ।
প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দেশটির উপপ্রধানমন্ত্রী নাদিয়া ক্যালভিনো সান্তামারিয়া এবং পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস জি-২০ সম্মেলনে স্পেনের প্রতিনিধিত্ব করবেন।
আরও পড়ুন: শনিবার শুরু জি-২০ সম্মেলন, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা নয়াদিল্লি
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ স্প্যানিশ প্রেসিডেন্ট বলেন, ‘আজ বিকেলে আমি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছি এবং জি-২০ সম্মেলনের জন্য নয়াদিল্লিতে যেতে পারব না। তবে আমি ভালো বোধ করছি। স্পেনের উপপ্রধানমন্ত্রী ও অর্থনৈতিক বিষয়ের মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।’
এর আগে এই সম্মেলনে না আসার কথা জানিয়েছেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। এবার তৃতীয় বিশ্বনেতা হিসেবে এই সম্মেলন থেকে নাম প্রত্যাহার করে নিলেন স্পেনের প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: জি-২০ সম্মেলন উপলক্ষে দিল্লির রাস্তায় নামলো আরও ৪০০ ইলেকট্রিক বাস
শনিবার (৯ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে শুরু হচ্ছে দুদিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে ৩০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধান এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি দেশ ও ১৪টি আন্তর্জাতিক সংস্থার প্রধান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
Tag: lid news others world
No comments: