ভারতকে হারিয়ে সুখবর পেল বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : এএফপি
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ফাইনালে উঠতে না পারলেও এমন জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এমন দুর্দান্ত জয়ের পর এবার আইসিসি থেকে সুখবর পেল সাকিব আল হাসানের দল।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) আইসিসির হালনাগাদকৃত সবশেষ র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে হটিয়ে ফের রসাত নম্বরে বাংলাদেশ। তবে বাংলাদেশের কাছে হেরে র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে রোহিত শর্মার ভারতের। ৯৪ রেটিং নিয়ে সাতে অবস্থান বাংলাদেশের। আর ৯৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঘাড়ে নিশ্বাস ফেলছে লঙ্কানরা।
১১৫ রেটিং নিয়ে র্যাঙ্কিয়ের শীর্ষে অস্ট্রেলিয়া। সমান রেটিং নিয়ে দুইয়ে পাকিস্তান আর বাংলাদেশের কাছে হেরে তিনে অবস্থান করছে ভারত। এর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের কাছে হারায় র্যাঙ্কিংয়ে আটে নেমে গিয়েছিল বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে জয়ে ফের নিজেদের অবস্থান পুনরুদ্ধার করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
র্যাঙ্কিংয়ে শীর্ষে যাওয়ার সুযোগ থাকলেও বাংলাদেশের কাছে হেরে তা হাতছাড়া করেছে ভারত। মূলত পাকিস্তানকে হারিয়ে র্যাঙ্কিয়ে এগিয়ে যায় শ্রীলঙ্কা। তবে বাংলাদেশের জয়ে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি লঙ্কানদের। শ্রীলঙ্কার সামনে সুযোগ রয়েছে ফাইনালে ভারতকে হারিয়ে ফের বাংলাদেশকে পেছনে ফেলার
No comments: