কের ভেতর অনেক কান্না জমে ছিল, অমির উদ্দেশে মনিরা
ছবি : মনিরা আক্তার মিঠুর ফেসবুক পেজ থেকে নেওয়া
চলতি বছরের ডিসেম্বরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম 'অসময়'। এর দৃশ্য ধারণের কাজ প্রায় শেষে। এতে অভিনয় করেছেন মনিরা আক্তার মিঠু।
ওয়েব ফিল্মটিতে অভিনয় করে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। সামাজিকমাধ্যম ফেসবুকে পেজে এক পোস্টে পরিচালকের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লেখেন, ‘১১ অক্টোবর শেষ হলো 'অসময়' ওয়েব ফিল্মে আমার শেষ দৃশ্যের কাজ। আলহামদুলিল্লাহ।’
এমন একটি চরিত্রের জন্য অপেক্ষা করছিলেন উল্লেখ করে অভিনেত্রী আরও লেখেন, ‘হয়তো এমন একটি চরিত্রের জন্যই অপেক্ষায় ছিল আমার সময়! পরিচালক কাজল আরেফিন অমির দুইমাস আগে বলা একটা কথা বার বার মনে পড়ছে- আপা, এই চরিত্রটি তৈরি-ই হয়েছে আপনার জন্য।’
অমির উদ্দেশে মনিরা আক্তার মিঠু লেখেন, ‘‘অনেক অনেক কান্না জমে ছিল বুকের ভেতরে। অমি হয়তো বুঝতে পেরেছিল। আজ শুধু একটি শব্দই তোমাদের উদ্দেশ্যে বলব, ‘অসময়’ ওয়েব ফিল্মের প্রতিটি সদস্যর প্রতি রইলো আমার আত্মার ভেতর থেকে কৃতজ্ঞতা।’’
‘অসময়’ ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, রুনা খান, তারিক আনাম খান, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, শ্বাশত দত্ত, আরফান মৃধা শিবলু, লামিমা লাম, শিমুল শর্মা ও ইশরাত জাহিন প্রমুখ। একটি বিশেষ চরিত্রে রয়েছেন জিয়াউল হক পলাশ।
Tag: Entertainment
No comments: