ইসরাইলি সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে নীতিবান বললেন নেতানিয়াহু
জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী। একইসঙ্গে ইসরাইলি সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে নীতিবান বলে অভিহিত করেছেন তিনি।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের বিরুদ্ধে এ যুদ্ধ আরও দীর্ঘ এবং কঠিন হবে। ছবি: সংগৃহীত
বিবিসি জানিয়েছে, শনিবার (২৮ অক্টোবর) টেলিভিশনে দেয়া এক ভাষণে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসের বিরুদ্ধে এ যুদ্ধ আরও দীর্ঘ এবং কঠিন হবে।
তিনি বলেন, গাজায় ইসরাইলের স্থল অভিযান তার দ্বিতীয় পর্যায় রয়েছে। তিনি আবারও হামাসকে নির্মূল করার হুঁশিয়ারি দেন।
নেতানিয়াহু বলেন,
ইরান হামাসকে সমর্থন করে। আমি মনে করি হামাসের সামরিক বাজেটের ৯০ শতাংশ আসে ইরান থেকে। এটি অর্থায়ন করে, এটি সংগঠিত করে, এটি নেতৃত্ব দেয়, এটি প্রশিক্ষণ দেয়। আমি নিশ্চিত করে বলছি না যে যে তারা এই নির্দিষ্ট অপারেশনে, পরিকল্পনার সঙ্গে জড়িত ছিল ইরান, তবে তারা হামাসকে সবদিক থেকে সমর্থন যোগায়। ঠিক যেমন হিজবুল্লাহকে সমর্থন যোগাচ্ছে।
আরও পড়ুন: ইসরাইলকে বিশ্বের সামনে যুদ্ধাপরাধী প্রমাণ করবো: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান শনিবার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলেন। তার এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে নাম উল্লেখ না করে নেতানিয়াহু বলেন,
আমাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলবেন না। আপনি যদি মনে করে আমাদের সেনা সদস্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনবেন, তা হবে ভণ্ডামি। আমরা বিশ্বের সবচেয়ে নীতিবান সেনাবাহিনী।
ভাষণে নেতানিয়াহু জিম্মিদের মুক্ত করার বিষয়ে যা করার করবেন জানালেও ফিলিস্তিনি বন্দি বিনিময়ের বিষয়ে কোন প্রতিশ্রুতি দেননি।
নেতানিয়াহুর মতই ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ধীরে ধীরে গাজার ভেতরে ঢুকে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরাইলি বাহিনী। তিনি বলেন, সামরিক বাহিনীর প্রতি বার্তা স্পষ্ট, নতুন করে নির্দেশনা দেয়ার আগপর্যন্ত এ অভিযান চলবে।
গাজায় মাটির ওপর-নিচে হামলা চলছে জানিয়ে তিনি বলেন, সব জায়গায়, সর্বস্তরের সন্ত্রাসীর ওপর হামলা চলছে। গাজায় ব্ল্যাকআউটের পেছনে ইসরাইল জড়িত কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ইসরাইলি বাহিনীর সুরক্ষার জন্য অস্থায়ী কিংবা স্থায়ী যে কোন ব্যবস্থাই নিয়ে থাকে তেল আবিব।
আরও পড়ুন: বিমান থেকে লিফলেট ফেলে গাজা ছাড়তে বলল ইসরাইল
এদিকে ইসরাইলের নির্বিচার বিমান হামলায় বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজার সব যোগাযোগ। বিদ্যুৎ এবং ইন্টারনেট না থাকায় পৃথিবী থেকে বিচ্ছিন্ন রয়েছে গাজাবাসী। আর তাই গাজার বর্তমান প্রকৃত চিত্র কি তা জানা যাচ্ছে না। কেউ তাদের আত্মীয় স্বজনদের খোঁজ নিতে পারছেন না।
যোগাযোগ বিভ্রাটের কারণে অ্যাম্বুলেন্স ব্যাবস্থা পরিচালনা করা যাচ্ছে না, রোগীদের সেবা দেয়া যাচ্ছে না, মানুষ অসহায় হয়ে পড়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। অন্যান্য ত্রাণ সংস্থাগুলোও তাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ব্ল্যাকআউটের কারণে গাজার নৃশংসতা চাপা পড়ে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
Tag: English News lid news national
No comments: