গাজায় আটকা স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রীর শ্বাশুড়ি, কেঁদে বললেন এটিই আমার শেষ ভিডিও
গাজায় আটকা পড়েছেন স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী হামজা ইউসুফের শ্বাশুড়ি। ইসরায়েলি হামলার মধ্যেই গাজা থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন এলিজাবেথ নাকলা নামের ওই বৃদ্ধা। মর্মান্তিক ওই ভিডিও নিয়ে চলছে তোলপাড়। খবর দ্যা গার্ডিয়ানের।
ভিডিওতে কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, এটাই হয়তো তার শেষ ভিডিও। যেকোনো সময় তার বাড়িতে বিমান হামলা করতে পারে ইসরায়েলি বাহিনী।
ভিডিওতে তিনি আরও জানান, গেল কয়েকদিন ধরেই পানি, বিদ্যুৎ, জ্বালানি কিছুই নেই গাজায়। চরম মানবিক সংকটে রয়েছে সেখানকার মানুষ। গেল সপ্তাহেই হামাস এবং ইসরাইলের মধ্যে সংঘর্ষ বাধার আগে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে স্বামীর সাথে গাজা সফরে যান নাকলা।
তিনি আরও বলেন, কোথায় মানবতা? কোথায় বিশ্ব মানবতা? ঈশ্বর আমাদের সাহায্য করুন। বিদায়।
Tag: English News world
No comments: