মানচিত্রে দৃশ্যমান হলো ‘অদৃশ্য’ মহাদেশ জিল্যান্ডিয়া
কয়েক বছরের চেষ্টার পর পৃথিবীর অষ্টম মহাদেশ বলে পরিচিত জিল্যান্ডিয়ার একটি পূর্ণ মানচিত্র আঁকতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। মানচিত্রটি লোকচক্ষুর আড়ালে থাকা মহাদেশটির রহস্যময় ইতিহাস জানতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
হারিয়ে যাওয়া প্রাচীন মহাদেশ জিল্যান্ডিয়ার নতুন ও পরিমার্জিত মানচিত্র। ছবি: সংগৃহীত
ভূতত্ত্ববিদ ও ভূকম্পন বিশেষজ্ঞরা মানচিত্রটি এঁকেছেন। যা সম্প্রতি টেকটোনিক্স জার্নালে প্রকাশিত হয়েছে। পৃথিবীর সাতটি মহাদেশ বলে সব মহলে স্বীকৃত। নতুন আবিষ্কৃত জিল্যান্ডিয়াকে কেউ কেউ অষ্টম মহাদেশ বলে থাকেন। এটা প্রায় ১ কোটি ৯০ লাখ বর্গমাইল এলাজুড়ে রয়েছে। যা অস্ট্রেলিয়ার আয়তনের সমান।
এটা লাখ লাখ বছর ধরে লোকচক্ষুর আড়ালেই ছিল। কারণ এর সিংহভাগই (৯৪ শতাংশ) পানির নিচে। আর এ কারণেই এর মানচিত্র তৈরি করা বেশ কঠিন ছিল। এছাড়া এতে পাহাড়, পর্বত, উপত্যকা এমনকি আগ্নেয়গিরিও রয়েছে যা নিউজিল্যান্ডের কাছেই প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত।
এরপরও ভূতত্ত্ববিদদের একটি দল এর মানচিত্র তৈরিতে ২০ বছর ধরে কাজ করেছেন যার নেতৃত্ব দিয়েছেন নিক মর্টিমার নামে এক বিজ্ঞানী। অবশেষে সম্প্রতি অষ্টম মহাদেশের মানচিত্র তৈরির কাজ শেষ করেছেন তারা।
আরও পড়ুন: মহাদেশ সৃষ্টির রহস্য
এখন থেকে ৮ কোটি ৩০ লক্ষ বছর আগে এক অতি মহাদেশ ছিল। এক সময় সেই অতিকায় মহাদেশ ভেঙে যায়। টুকরো টুকরো হয়ে তৈরি হয় নতুন মহাদেশ। সেই সময়ই তৈরি হয় জিল্যান্ডিয়া। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন, এই অষ্টম মহাদেশের বয়স কম করে ১০০ কোটি বছর।
তবে প্রাকৃতিক কারণে একটা সময় এই মহাদেশ পানির নীচে চলে যায়। জেগে থাকে শুধু ছিটে ফোঁটা কিছু দ্বীপ। তারই একটি নিউজিল্যান্ড। একই আকৃতির আরও কিছু দ্বীপ রয়েছে চারপাশে। কিন্তু সেই সব ওই মহাদেশের কেবল ৬ শতাংশ। বাকি ৯৪ শতাংশ ডুবে আছে পানি নীচে।
এখন থেকে ৩৭৫ বছর আগে এই মহাদেশের কথা বলেছিলেন আবেল টাসমান নামে এক ডাচ নাবিক। সময়টা ছিল ১৬৪২ সাল। তারপর অনেক খোঁজাখুঁজির পর ২০১৭ সালে ভূতত্ত্ববিদেরা জিল্যান্ডিয়া আবিষ্কার করেন। তারপর আরও ছ’বছর কেটে গেছে। অবশেষে জিল্যান্ডিয়ার সীমারেখাও আঁকতে সক্ষম হলেন বিজ্ঞানীরা।
আরও পড়ুন: পৃথিবীর বুকে লুকানো মহাদেশ জিল্যান্ডিয়া
বিবিসি জানিয়েছে, প্রায় ৫০ লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই মহাদেশে। যার আরেক নাম তে রিউয়া মাউয়ি। ফিজ ডট ওআরজি নামে এক সংবাদ সংস্থা জানিয়েছে, জিল্যান্ডের নতুন মানচিত্রের বিশদ প্রকাশিত হয়েছে টেকটনিক্স নামের একটি জার্নালে। বিজ্ঞানীরা এখন সমুদ্রের তলায় ডুবে থাকা জিল্যান্ডিয়ার পাথর ছেঁচে পুরনো ইতিহাস খোাঁজার চেষ্টা করছেন।
Tag: English News lid news world
No comments: