প্রোটিয়া শিবিরে শুরুতেই জোড়া আঘাত শরিফুল-মিরাজের
শুরুতেই শরিফুল-মিরাজের জোড়া আঘাত। ছবি : এএফপি
টস জিতে আগের দিন ব্যাটিংয়ের নেওয়ার জন্য দোয়া চেয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেই দোয়া কাজে লাগেনি। মুম্বাইয়ের ওয়াংক্ষেড়েতে টস হেরে আগে বোলিংয়ে নামতে হয় বাংলাদেশকে। আগে বোলিংয়ে নেমে অবশ্য বেশিক্ষণ উইকেটের অপেক্ষায় থাকতে হয়নি বাংলাদেশের। ইনিংসের সপ্তম ওভারে প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিকসকে বোল্ড করে সাফল্য এনে দিলেন শরিফুল ইসলাম। উইকেট পেয়েই বলিউড স্টাইলে নাচলেন তরুণ এই পেসার। ৩৩ রানে প্রথম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। হেনড্রিকস করেছেন ১২ রান। এরপর ওয়ান ডাউনে নেমে থিতু হতে পারেননি ফন ডার ডুসেন। এক রান করে মেহেদী হাসান মিরাজের বলে পড়েন লেগ বিফোরের ফাঁদে।
একাদশে ফিরেছেন সাকিব, বাদ পড়েছেন হৃদয়
এমন ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়াদের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। স্বস্তির খবর, একাদশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান। চোটের কারণে ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচে খেলেননি তিনি। সাকিবকে একাদশে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন তাওহিদ হৃদয়।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন কেবল একটি জয়। প্রথম জয়ের পর খেলেছে আরও তিনটি ম্যাচ। সবগুলোতে মাঠ ছেড়েছে হতাশার পরাজয় নিয়ে। একটি ম্যাচেও মাঠে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর মিশনে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে হেরে ব্যাটিংয়ে বোলিংয়ে-- বাংলাদেশ।
এই মাঠেই আগের ম্যাচে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছিল প্রোটিয়ারা। আগে ব্যাট করে ৩৯৯ রান তুলে ইংরেজদের থামায় মাত্র ১৭০ রানে। তাদের বিপক্ষে আজ তাই বাংলাদেশের অগ্নিপরীক্ষা বলা চলে। তবে, সাকিব আল হাসানদের সাহস জোগাচ্ছে প্রোটিয়াদের বিপক্ষে অতীত ইতিহাস। বিশ্বকাপে দুদলের সর্বশেষ লড়াইয়ে জিতেছিল বাংলাদেশ। বিশ্বকাপের ইতিহাসে দুই দলের চারবারের দেখায় সমান দুটি করে ম্যাচ জিতেছে দুই দল। দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
Tag: English News games lid news others world
No comments: