অন্যের বাড়িতে কাজ করেছেন মা, পাইলট হয়ে চমকে দিলেন ছেলে
সন্তানদের ভালো শিক্ষা এবং উন্নত জীবন দিতে চেষ্টার কমতি থাকে না বাবা-মায়ের। অনেক সময় সন্তানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজেদের সুখ-শান্তির সঙ্গে আপস করতেও দ্বিতীয়বার ভাবেন না তারা। তেমনিভাবেই যেন নিজের পরিশ্রমের ফল পেলেন একজন মা।
বিমানে উঠে ছেলেকে পাইলটের আসেনে দেখে কান্নায় ভেঙে পড়েন মা। ছবি: সংগৃহীত
ছেলের স্বপ্ন ছিল পাইলট হওয়ার। আর সেই স্বপ্ন পূরণ করতে ৩০ বছর অন্যের বাড়িতে কাজ করেছেন মা, জুগিয়েছেন পড়াশোনার খরচ। অবশেষে সার্থক হয়েছে তাদের সব কষ্ট। পাইলট হয়ে বিমানেই মাকে চমকে দিয়েছেন ছেলে। আর তাতেই কান্নায় ভেঙে পড়েন মা, জড়িয়ে ধরেন ছেলেকে। খবর এনডিটিভি’র।
সম্প্রতি লেবাননের বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরে সেই মা ও তার ছেলের হৃদয়গ্রাহী পুনর্মিলনের এক হৃদয়স্পর্শী ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
হৃদয়স্পর্শী ভিডিওটি এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছে ইথিওপিয়ান এয়ারলাইনস। ওই নারী ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে লেবানন থেকে ইথিওপিয়ায় ফিরে যাওয়ার সময় এমন ঘটনা ঘটে, যার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না।
আরও পড়ুন: শিশুকে হারানো পুতুল ফিরিয়ে দিতে ১০ হাজার কিমি পাড়ি দিলেন পাইলট!
বিমানে উঠে নিজের ছেলেকেই পাইলটের আসেনে দেখবেন, তা ছিল সেই মায়ের জন্য অনেকটাই বিস্ময়ের।
ফ্লাইটে ওঠার পর তাকে একটি জায়গা দেখিয়ে দেয়া হয় যাওয়ার জন্য, যেখানে আগে থেকেই পর্দার আড়ালে ফুলের তোড়া এবং একটি কেক নিয়ে অপেক্ষা করছিলেন তার ছেলে। পর্দা সরানোর পর ছেলেকে পাইলটের পোশাকে দেখে কান্নায় ভেঙে পড়েন মা। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর মা-ছেলে উভয়কেই প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।
সাম্প্রতিক সময়
No comments: