মাহমুদউল্লাহর ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে আড়াইশ রানের পথে বাংলাদেশ ক্রিকেট দল। দলকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করছেন সাবেক অধিনায়ক রিয়াদ।
বৃহস্পতিবার ভারতের পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরের হট ফেভারিট ভারত। তাদের মাঠেই হচ্ছে বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ।
উদ্বোধনী জুটিতে ৯৩ রান করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। এরপর মাত্র ৪৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় টাইগাররা।
দলীয় ৯৩ রানে ফেরেন তানজিদ হাসান তামিম। তিনি ৪৩ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫১ রান করে ফেরেন তামিম।
এরপর ১৭ বলে মাত্র ৮ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ১৩ বলে ৩ রানে ফেরেন মেহেদি হাসান মিরাজ। দলকে চাপমুক্ত করার আগেই ফেরেন আরেক ওপেনাল লিটন কুমার দাস।
লিটন ক্যারিয়ারের ৮১তম ওয়ানডেতে ১২তম ফিফটির পর সাজঘরে ফেরেন। তার আগে ৮২ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে করেন ৬৬ রান।
দলীয় ১৩৭ রানে লিটন আউট হওয়ার পর পঞ্চম উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে ৫৮ বলে ৪২ রানের জুটি গড়ে ফেরেন তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।
দলীয় ১৭৯ রানে ফেরেন তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। তিনি ৩৫ বলে মাত্র ১৬ রানে ফেরেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩৮ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান। ৩২ ও ৫ রানে রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
Tag: English News lid news others world
No comments: