ইসরাইলে সেনা পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত জানালেন কামালা হ্যারিস
যুক্তরাষ্ট্র ইসরাইলে সেনা পাঠাবে না বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। কামলা হ্যারিস বলেন, ‘ইসরাইল বা গাজায় মার্কিন সেনা পাঠানোর কোনো ইচ্ছা নেই ওয়াশিংটনের।’
হামাস ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইসরাইলকে এক তরফা সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত
এছাড়া কামালা হ্যারিস আরও বলেন, ‘ইসরাইলের ১৪০০ নাগরিক নিহত হয়েছেন। তাই তাদেরও নিজেদের আত্মরক্ষার অধিকার আছে।’
আরও পড়ুন: ইসরাইলে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন বলে মনে করে যুক্তরাষ্ট্র। চলতি মাসে সংঘাত শুরুর পর ইসরাইলে আকস্মিক অভিযানের পর গোষ্ঠীটির নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
বাইডেনের সঙ্গে সুর মিলিয়ে সাক্ষাৎকারে কামালা হ্যারিস বলেন, ‘হামাস ও ফিলিস্তিনিদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ইসরাইলিদের মতো ফিলিস্তিনিদেরও সমান নিরাপত্তা, সুরক্ষা, আত্মনিয়ন্ত্রণ ও মর্যাদা পাওয়ার অধিকার রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এরই মধ্যে স্পষ্ট করে বলেছি, যুদ্ধের নীতি অবশ্যই মেনে চলতে হবে। আর গাজায় মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে।’
আরও পড়ুন: ইসরাইল পৌঁছালেন বাইডেন
গত ৭ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইসরাইলকে এক তরফা সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, চলমান সংঘাতে তেল আবিবের সুরক্ষায় বিমানবাহী রণতরীও পাঠিয়েছে ওয়া
Tag: English News lid news world
No comments: