Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » তারাই আবার বাক স্বাধীনতার কথা বলে




হামাসের আকস্মিক হামলার পর থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে মুহুর্মুহু বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। বৃষ্টির মতো বোমা ফেলে ফিলিস্তিনিদের বাড়িঘর থেকে শুরু করে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। প্রতিদিন শত শত ফিলিস্তিনি মারা যাচ্ছেন। ইসরাইল-ফিলিস্তিন সংঘর্ষের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে ও পতাকা ওড়াতে দেখা গেছে। ছবি: সংগৃহীত বিশ্বের সবচেয়ে নিগৃহীত ও নিপীড়িত এই জনগোষ্ঠীর ওপর ইসরাইলি বাহিনীর নির্মম নিধনযজ্ঞে বিশ্বের দেশে দেশে মানুষ প্রার্থনা করছে। ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ জানাচ্ছে, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছে, ফিলিস্তিনি পতাকা ওড়াচ্ছে। একইভাবে যুক্তরাজ্যেও অনেককেই ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে ও পতাকা ওড়াতে দেখা যাচ্ছে। কিন্তু যে ব্রিটিশ সরকার দেশে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও বাক স্বাধীনতার সবক দেয় সেই সরকারই এখন ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়াই নিজ নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতাতে হস্তক্ষেপ করছে। আরও পড়ুন: প্রতি ১০ ফিলিস্তিনির মধ্যে ৫ জন কারাগারে! দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন মতে, ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান যুক্তরাজ্যে ফিলিস্তিনি পতাকা ওড়ানো বেআইনি ঘোষণা করেছেন। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন, পতাকা ওড়ানো ফৌজদারি অপরাধ হতে পারে। এখানেই শেষ নয়, যারা ফিলিস্তিনি পতাকা ওড়াবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সিনিয়র পুলিশ অফিসারদের নির্দেশ দিয়েছেন তিনি। প্রতিবেদন মতে, সম্প্রতি ইংল্যান্ড ও ওয়েলসের প্রধানদের কাছে চিঠি পাঠিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান বলেছেন, ইসরাইলে হামলা চালানো ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের প্রতি কেউ যদি সমর্থন দেখানোর চেষ্টা করে, তাহলে যেন তাদের বিরুদ্ধে ‘আইনের পূর্ণ শক্তি’ প্রয়োগ করা হয়। সুয়েলা ব্রেভারম্যান আরও বলেছেন, ইহুদি এলাকাগুলোকে নিশানা করা, ফিলিস্তিনপন্থি বা হামাসপন্থি প্রতীক প্রদর্শন এবং ইসরাইল-বিরোধী স্লোগান দেয়া- এগুলো বেআইনি কর্মকাণ্ড হিসেবে গণ্য হতে পারে। আরও পড়ুন: জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেল গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্র হামাস ফিলিস্তিনের স্বাধীনতার লক্ষ্যে লড়াই করলেও সশস্ত্র গোষ্ঠীটিকে বেশ আগে থেকেই ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা কয়েকটি দেশ। বিষয়টি স্মরণ করিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের বলেছেন, হামাসের অন্তর্ভুক্ত বা সংগঠনটি সমর্থনের জন্য আমন্ত্রণ, জনসমক্ষে এমন পোশাক পরা, যাতে বোঝা যায় তারা হামাসের সদস্য বা সমর্থক, সংগঠনটির সঙ্গে যুক্ত পতাকা বা লোগোর ছবি প্রকাশ- সবই অপরাধমূলক কাজ হিসেবে বিবেচনা করা হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply